বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে ৫শ বন্দির মাদক থেকে ফিরে আসার শপথ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ৫শ বন্দির মাদক থেকে ফিরে আসার শপথ 

নোয়াখালী জেলা কারাগারের ৫০০ বন্দি মাদক পরিহারের শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সভায় তারা এ শপথ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, জেলা কারাগারে বন্দিদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। এতে কারাগারে থাকা ৫০০ বন্দি মাদক পরিহারের শপথ করেন।

প্রধান অতিথি হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অজিত দেব। সভায় নোয়াখালী জেল সুপার গোলাম দস্তগীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ, জেলার মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, জেলায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান, মাদকের বিস্তাররোধে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

টিএইচ